দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭২, ১৮ ক্যারেট ৪১ হাজার ১১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়।
বুধবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত