সব ধরনের হুমকি ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে সাদা পোশাকে র্যাব সদস্যরা নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় র্যাব ডিজি বলেন, সারা দেশে ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপ রয়েছে। যে এলাকায় আমাদের ব্যাটালিয়ন ও কোম্পানি রয়েছে, সেসব এলাকায় আমরা নিরাপত্তায় থাকবে। এ ছাড়া সারা দেশে আমরা সাদা পোশাকে নিরাপত্তা দেব। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে কারণে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলেও জানান তিনি।
এসময় র্যাবের মহাপরিচালক আরও বলেন, বিসর্জনের দিন আশুরাও রয়েছে। বিষয়টি মাথায় রেখেই শৃঙ্খলা রক্ষায় সচেতন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া, জঙ্গিদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ