অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পেশাদার কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। অস্ট্রেলিয়ায় নিয়োগের আগে তিনি ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ব্যাংককে অবস্থিত ইউএনএসকাপে স্থায়ী প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চীন, সুইজারল্যান্ড, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম