প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আসুন সকলে মিলে প্রধান বিচারপতির সুস্থতার জন্য দোয়া করি। যাতে উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
বুধবার দুপুর সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বাসায় আছেন, তিনি অসুস্থ; তাই ডাক্তাররা তাকে দেখতে গেছেন। আমিও সময় করে দেখতে যাবো।
এ সময় প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বিএনপির বিভিন্ন নেতার বক্তব্যের কথা উল্লেখ করে প্রশ্ন করলে আনিসুল হক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, এ বিষয়ে রাজনীতি করার কিছু নেই। উনি অসুস্থ হওয়ায় সংবিধান অনুযায়ী যা করার তা আমরা করবো। এখানে রাজনীতি করার কিছু নেই।
বিডি প্রতিদিন/০৪ আক্টোবর ২০১৭/এনায়েত করিম