অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের কয়েকটি বৈঠকে অংশ গ্রহণ করবেন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে এএমএ মুহিত ; ‘টোবাকো টেক্সসেশন : উইন-উইন ফর পাবলিক হেলথ অ্যান্ড ডমেসটিক রিসোর্সেস মবিলাইজেশন’ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বিশেষ সেশনে যোগদান করা ছাড়াও একাধিক বৈঠকে অংশ নিবেন।
এছাড়াও এ সফরে অর্থমন্ত্রী আন্তর্জাতিক অর্থ তহবিলের (অইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক মিতসুহিরো ফুরুসাওয়া, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মিজ এ্যানিতি দিক্সন এবং এআইআইবি’র প্রেসিডেন্ট লুকানের সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এএমএ মুহিত নিউইয়র্কে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনক্লেভ অন ‘জার্নি অব বাংলাদেশ ফ্রম এমডিজি টু এসডিজিস’ শীর্ষক এক সভায় যোগ দিবেন।
নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের মহাসচিব এ্যানটোনিও গুটারেস এবং ইউএন ওএইচআরএলএলএস’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি ফেকিতাময়লোয়া কাতোয়ার সাথেও পৃথক বৈঠক করবেন।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম