অসুস্থতার জন্য এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) নিজ বাসাতেই আছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান বিচারপতি এসকে সিনহার অবস্থা জানতে চেয়ে মৌখিক আবেদনের পর বৃহস্পতিবার সকালে এ নিশ্চয়তা দেন তিনি।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, আমি নিশ্চিত তিনি (এসকে সিনহা) বাসায় আছেন।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম