বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বিএনপি রাজনীতি ভাবাপন্ন মানুষ না। তিনি আওয়ামী ভাবাপন্ন মানুষ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিস আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা আমাদের (বিএনপি) রাজনীতি ভাবাপন্ন মানুষ না। তিনি আওয়ামী ভাবাপন্ন মানুষ। সারা জীবন তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে জয়গান করেছেন। সবশেষ সপ্তাহ দু’য়েক আগেও তিনি বলেছিলেন শেখ মুজিবের জন্ম না হলে তিনি প্রধান বিচারপতি হতে পারতেন না। কারা তাকে প্রধান বিচারপতি করেছিল খালেদা জিয়া, ২০ দল?
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মওলানা মো. ইছাহাকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাংবাদিক মাহবুব উল্লাহ, সংগঠনের মহাসচিব আহমেদ আব্দুল কাদির প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৭/মাহবুব