অসুস্থতার জন্য ছুটি নিয়ে এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এরই মধ্যে লক্ষ্মীপূজায় অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি।
বৃহস্পতিবার বিকালে আকস্মিকভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান বিচারপতি সিনহা। ঢাকেশ্বরী মন্দিরে ২০ মিনিটের মতো অবস্থান করেন প্রধান বিচারপতি। লক্ষ্মীপূজায় অংশ নিয়ে তিনি ও তার স্ত্রী মন্দির থেকে বের হয়ে যান।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে এ কথা জানান। তিনি আরও জানান, ঢাকেশ্বরী মন্দিরের তৃতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি।
উল্লেখ্য অসুস্থতার কারণে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিন তার সঙ্গে বিএনপিপন্থী আইনজীবী নেতারা সাক্ষাৎ করেন।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর