প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. গওহর রিজভী। শুক্রবার সকাল ১১টার দিকে প্রধান বিচরপতির ১৯ হেয়ার রোডের সরকারি বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর সেখানে প্রায় এক ঘণ্টা আলাপ শেষে গওহর রিজভী ফিরে যান। তবে সাক্ষাতের বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে বাসভবনে গিয়ে দেখা করেন।
ক্যান্সারসহ শারীরিক নানাবিধ অসুস্থতার কথা উল্লেখ করে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। তার ছুটিতে যাওয়া নিয়ে সরকার এবং সরকারবিরোধী বিভিন্ন মহল থেকে নানারকম বক্তব্য আসছে।
এর মধ্যেই ৪ অক্টোবর আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন প্রধান বিচারপতি সিনহা ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন অসুস্থতার জন্য এক মাসের ছুটিতে গেছেন। নিয়ম অনুযায়ী তিনি ছুটির আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। সংবাদ সম্মেলনে সেই চিঠির কপিও সাংবাদিকদের দেখান এবং পড়ে শোনান আইনমন্ত্রী। তারপরও প্রধান বিচারপতিকে নিয়ে কথা থামছে না।
এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতিকে দেখতে তার বাসভবনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা