প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটিতে যাওয়ার বিষয়ে আগামীকাল শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ দুপুর ১২টায় আইনজীবী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সুরেন্দ্র কুমার সিনহা। চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বৃহস্পতিবার ভিসার আবেদন করেছেন প্রধান বিচারপতি।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল