ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর ছাড়েন তিনি।
এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন। আজ শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।
এদিকে, দলীয় প্রধানকে অভিনন্দন জানাতে ইতিমধ্যে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে যুক্তরাষ্ট্র থেকে তিনি লন্ডনে যান।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৭/মাহবুব