একমাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতি দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় আগামী রবিবার থেকে বৃহস্পতিবার সারাদেশের আইনজীবী সমিতিতে মানববন্ধন ও মিছিলের কর্মসূচি পালন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি ও কর্মসূচির ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির শুধুমাত্র বিএনপিপন্থী নেতারা উপস্থিত ছিলেন।
আইনজীবী সমিতির সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধায় পারেননি বলে অভিযোগ করেন জয়নুল আবেদীন।
তিনি বলেন, 'সুপ্রিমকোর্ট থেকে সভাপতি-সম্পাদকসহ আমরা কার্যনির্বাহী কমিটির সদস্যরা শুক্রবার বিকেল ৫টার দিকে প্রধান বিচারপতির বাসার দিকে রওনা দেই। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনের ট্রাফিক লাইটে পুলিশ আমাদের গাড়িবহর আটকে দেয়। পোশাক ও সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর ৩০ থেকে ৩৫ জন আমার গাড়ি ঘিরে ফেলেন। তখন অবশ্য আমি অন্য একটি গাড়িতে ছিলাম। তারা জানতে চান, বারের সভাপতি কোথায়?
সভাপতির গাড়িতে থাকা আমাদের সমিতির সদস্যদের নামিয়ে দিয়ে পুলিশ প্রতিবন্ধকতার সৃষ্টি করলে আমরা ফিরে আসতে বাধ্য হই।'
জয়নুল আবেদীন বলেন, 'গত দু'দিনে প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা সাক্ষাৎ করেন। কিন্তু আমাদের সাক্ষাৎ করতে বাধা দেওয়া হয়। এতেই প্রমাণিত হয়, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে যাননি, তাকে বলপ্রয়োগে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রধান বিচারপতিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, তিনি অন্তরীণ। একমাত্র সরকার নির্দেশিত ব্যক্তিরাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, অন্যরা নন।
বিডি প্রতিদিন/০৭ অক্টোবর ২০১৭/আরাফাত