প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ইস্যুতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি জীবনে কখনও মিথ্যা কথা বলি নাই। মিথ্যা বলার অভ্যাস আমার নাই।
'আমি সুস্থ'- অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া এমন বিবৃতির বিষয়ে সরকারের অবস্থান জানাতে রবিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই আইনমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘ অবকাশের পর অক্টোবরে সুপ্রিম কোর্ট খুললে প্রধান বিচারপতির ফের এক মাসের ছুটি আবেদনে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ছুটির সেই আবেদন আইনমন্ত্রী নিজেই প্রকাশ্যে পড়ে শোনান।
শুক্রবার প্রধান বিচারপতির বিবৃতির পর বিএনপির নেতারা বলেন, ছুটির বিষয়ে আইনমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। শপথ ভঙ্গ করেছেন। এ জন্য তাকে পদত্যাগ করতে হবে।
রবিবার সংবাদ সম্মেলনে আনিসুল হক দাবি করেন বলেন, যারা বলছেন- আমি মিথ্যা কথা বলেছি, তারা অর্বাচীন। মিথ্যা বলার অভ্যাস তাদের। আমার না।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/ফারজানা