জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ বুধবার নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক প্রামাণ্য তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’র ডিভিডি’র মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাজধানীর জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।
আসাদুজ্জামান নূর বলেন, নজরুলের সৃষ্টির বৈচিত্র্য ও ব্যাপকতা ফুটিয়ে তুলতে নানা আঙ্গিকে একাধিক তথ্যচিত্র নির্মাণ হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউট বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা স্বাগত বক্তৃতা দেন।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম