আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দিয়েছেন দেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নির্দেশক্রমে সুপ্রিম কের্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস রিচার্ড করুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দিয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ২২ অক্টোবর থেকে কার্যকরী হবে’।
এর আগে রবিবার রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ সুপ্রিম কোর্টের দশ কর্মকর্তাকে বদলি করে আইন মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/মাহবুব