৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এছাড়া আরও তিন হাজার ৩০৮ জনকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমান রাখা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
৩৬তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৫ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) ক্লিক করে এই ফল জানা যাবে।
এছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Number Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মে প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২০১৬ সালের ৮ জানুয়ারি এর প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন।
এরপর একই বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নিয়ে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন।
১২ মার্চ থেকে চাকরিপ্রার্থীরা মৌখিক পরীক্ষা দেয়া শুরু করেন, তা শেষ হয় ৭ জুন। এরপর সবকিছু চূড়ান্ত করে আজ ফল প্রকাশিত হলো।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম