৩৪তম বিসিএস থেকে ৪৭০ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছে সরকার। ওই বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার হিসেবে এদের নিয়োগ দেওয়া হলো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ অক্টোবর) এদের ১২তম বেতন স্কেলে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করে আদেশ জারি করেছে। আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে, অন্যথায় এই নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/হিমেল