নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি দলের প্রস্তাবগুলো পড়ে শোনান। তবে লিখিত প্রস্তাব পড়ার পর তিনি বাড়তি কিছু বলতে রাজি হননি।
গত রবিবার বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিএনপির ভূয়সী প্রসংশা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশে 'বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক' হিসেবেও আখ্যা দেন।
ধারণা করা হচ্ছিল বুধবার সংলাপে এ নিয়ে সিইসির কাছে ব্যাখ্যা চাইবে আওয়ামী লীগ। 'আপনারা ব্যাখ্যা পেয়েছেন কী না'- এমন প্রশ্ন করা হলে কাদের বলেন, 'আমরা আমাদের ব্যাখ্যা পেয়েছি। কিন্তু এ নিয়ে কিছু বলতে চাই না।'
কাদের আরও বলেন, 'নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ খুবই গঠনমূলক হয়েছে।' তবে 'সিইসির ব্যাখ্যা'র বিষয়ে সাংবাদিকরা ফের প্রশ্ন করা শুরু করলে কাদের 'নো' বলে বেরিয়ে যান।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/ফারজানা