দেশের প্রতিটি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিশ্ব মান দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেজগাঁয়ে বিএসটিআই আয়োজিত ‘নান্দনিক নগরায়নে মান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পর পর দুই মেয়াদে ক্ষমতায় ছিল বলেই পদ্মা সেতু ও পায়রা সমুদ্র বন্দরের মতো উন্নয়নের মহাপরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হয়েছে। দেশের প্রত্যেকটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ জন্যই সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।’
বিএসটিআই মিলনায়তনে সংস্থার মহাপরিচালক মো. সাইফুর হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ও এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৭/এনায়েত করিম