গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের প্রতিবাদে রবিবার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি। কুড়িগ্রাম প্রেসক্লাবে শনিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার তাদের নেতাদের স্ত্রীদের নিয়ে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে। মালয়েশিয়া এখন বেগমগঞ্জ।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও বন্দুকযুদ্ধের সংস্কৃতি চালু করে উল্লেখ করে রিজভী বলেন, এই মুহূর্তে আমরা মানবতাবিরোধী ভয়ঙ্কর সামাজিক ও রাজনৈতিক পরিবেশে বাস করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুবদলের সভাপতি রায়হান কবির, ছাত্রদল সভাপতি আমিনুল এহসান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত