মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার পর ঢাকায় বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে।
শুক্রবার ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলায় মার্কিন নাগরিকদের আরো একদফা সতর্ক করে দূতাবাস।
শান্তিপূর্ণ বিক্ষোভও যে সময় সময় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে সে বিষয়েও সতর্ক করে মার্কিন দূতাবাস।
উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন