দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় জানায়, আগামী ৭ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টায় দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হবে। এটি চলতি সংসদের টানা ১৯তম ও নতুন বছরের প্রথম অধিবেশন।
এর আগে, সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম