ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ৬টি গাড়ির ধাক্কায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় সেতুর উপর দুর্ঘটনা কবলিত যানবাহগুলো বিকল হয়ে যাওয়ায় ঢাকামুখী যানবাহনের চলাচন সকাল সাড়ে নয়টা পর্যন্ত বন্ধ থাকে।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারনে আজ ভোরে ৩ ঘন্টা বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী লেনে পরপর ৬ গাড়ি সংঘর্ষ হয়। এতে আহত ৮ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় যানবাহনগুলো সেতুর উপর বিকল হয়ে যাওয়ায় ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সকাল সাড়ে ৯টার দিকে সড়িয়ে নেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে ওসি মো. আছাবুর রহমান নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ