সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "মাটির স্তরের ভিন্নতার কারণে পদ্মা সেতুর কয়েকটি পাইলের ডিজাইন করতে বিলম্ব হচ্ছে। তারপরও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
স্পিকার ড. শিরীন শারমীনের সভাপতিত্বে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে আজ বৃহস্পতিবারের বৈঠকে সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এসময় ওবায়দুল বলেন, "পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।
সেতু মন্ত্রী আরও বলেন, "পদ্মা সেতুর কাজের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ। ইতোমধ্যে সেতুর একটি স্প্যান বসানো হয়েছে। চলতি জানুয়ারি মাসে আরও একটি স্প্যান বসানো হবে। পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে চলতি ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর