মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার দিনগত রাত ১টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল।
এ সময় মাঝপদ্মায় নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। ফেরি চলাচল শুরু হওয়ায় নোঙরে থাকা ফেরিগুলো মাঝপদ্মা থেকে যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝপদ্মায় পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়। সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর নোঙরে রাখা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি রয়েছে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ