আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের ২১তম রাষ্ট্রপতি পেতে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান আইনমন্ত্রী।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় ২৪ জানুয়ারি শুরু হচ্ছে এই নির্বাচনের ক্ষণগণনা। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে।
আইনমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বলে তিনি ইসির কাছ থেকে জানতে পেয়েছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসোবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারবেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত