চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি দাবি করে তার খালাস দাবি করেছেন আইনজীবী।
আজ মঙ্গলবার তারেক রহমানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল কালাম আখতার হোসেন যুক্তি উপস্থাপন শেষ করেন।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন যুক্তিতর্কের শুনানি গ্রহণ করেন। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে মামলা দুটির বিচার চলছে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা