সিলেট পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে গাড়িযোগে শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশে রওয়ানা দেন তিনি। বেলা সোয়া ১১টার পর শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করতে যান। সেখানে ফাতিহা পাঠ ও জিয়ারত শেষে তিনি হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যান।
প্রধানমন্ত্রীর যাতায়াত পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পথে পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বিডিপ্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান