বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারি খরচে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব বন্ধ করতে হবে। না হলে বিএনপিকে জনসভা করার সমান সুযোগ দিতে হবে।
সিলেটের জনসভায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার প্রসঙ্গ ধরে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে মওদুদ আরও বলেন, ইসির সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচার শুরু হয়। কিন্তু প্রায় এক বছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী?
বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/মাহবুব