ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৫টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিইটিসি’র ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আছে। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ সময় মাঝ পদ্মায় নোঙর করে কয়েকটি ফেরি আটকে রাখা হয়েছে। এছাড়া ঘাটেও দুটি ফেরি পরিবহন লোড করা আছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল