প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় চলাচলরত ১১টি ফেরি নোঙর করছিল বলে ঘাট সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল