রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। আজ বুধবার ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর অপারেশন কর্মকর্তা এএসপি সামিরা।
আটকরা হলেন- নূর ইসলাম আরমান (২৪) ও ইকবাল হাসান (২০)।
অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলেও জানান এএসপি সামিরা।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম