আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রোলবোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।
মহানগর নাট্যমঞ্চে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আলোচনায় বুধবার তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, নির্বাচন যতোই ঘনিয়ে আসে বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা চালাচ্ছে। ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে আক্রমণ হলে সমুচিত জবাব দেয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দেখেন বিএনপি কি দল এটা, কি জঘন্য দল। দেখুন বিএনপির একটা সংবিধান আছে, গঠনতন্ত্র যাকে বলে, কি আছে না? আওয়ামী লীগেরও গঠনতন্ত্র আছে, সকল দলের গঠনতন্ত্র আছে। বিএনপির সংবিধানে সাত ধারা নামে একটি ধারা ছিল। কিন্তু এখন নেই। রাতের আধারে সাজার ভয়ে মামলার এক কলমের খোঁচায় নির্বাসনে চলে গেছে।
তিনি আরও বলেন, গতকাল পুলিশের প্রিজন ভ্যানে বিএনপি নেতাকর্মীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছিল।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা কোনো উস্কানি দেব না। কিন্তু আক্রমণ হলে সমুচিত জবাব দেবো। আপনারা সবাই প্রস্তুত থাকুন এবং সতর্ক থাকুন। তারা রাস্তায় তাণ্ডব করলে, সন্ত্রাস কর্মকাণ্ড চালালে আমরা দেশের জনগণকে নিয়ে প্রতিহত করবো।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান