বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
এ ব্যাপারে বুধবার রাতে আজিজুল বারী হেলালের ভাগ্নে পি হক জানান, ছোট চাচা নামাজ পড়ে বাসা (মগবাজার ওয়ারলেস) থেকে বের হওয়ার সময় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আরও পাঁচজনকে ডিবি নিয়ে গেছে।
হেলাল ছাড়াও বাকি পাঁচ জনের মধ্যে বাবু, সুজন, পার্থ নামে তিন জন রয়েছে বলে জানান পি হক।
এদিকে এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরকার বলেন, আমাদের কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ