পুলিশের ওপর হামলা অনুপ্রবেশকারীরা করেনি, পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা এ হামলার মাস্টার মাইন্ড।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, এ ধরনের ঘটনাকে আশকারা দিলে ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে। যে কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে আওয়ামী লীগ কোনো উসকানিমূলক কর্মসূচি দেবে না। তবে সতর্ক থাকবে। নাশকতামূলক কিছু হলে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতির সমোচিত জবাব দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব