বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী ও বাপার সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সুন্দরবনের ওপর যে অত্যাচার চলছে, তা খুবই দুঃখজনক। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। এটা কেবল বাংলাদেশের নয়, বিশ্ববাসীর সম্পদ, এর ক্ষতি করার কোনো অধিকারই আমাদের নেই। বরং একে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য। সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ৫৭টি সদস্য সংগঠনের উদ্যোগে আজ শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের উচিত ছিল সুন্দরবনের ক্ষতি হয় এমন কার্যক্রম কেউ গ্রহণ করলেও তাতে বাধা দেয়া। অথচ আমরা লক্ষ্য করছি, একে রক্ষা ও সংরক্ষণের পরিবর্তে সরকারি উদ্যোগে ও অনুমোদনে বন বিনাশী অনেক শিল্প কল-কারখানা গড়ে উঠাসহ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মত পরিবেশ বিনষ্টকারী প্রকল্প নির্মিত হচ্ছে সেখানে।
বিডি প্রতিদিন/এ মজুমদার