বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে, তার জবাব দেশের মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। মানুষ ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগের খবর আছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, গণতন্ত্রের সংকট উত্তরণে সমঝোতার যে পরিবেশ তৈরি হচ্ছিলো, সরকার খালেদাকে জেলে নিয়ে সব দ্বার রুদ্ধ করে দিয়েছে, সংকট আরও ঘনীভূত করেছে। এ দায় সরকারের।
কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সঠিক আচরণ করা হচ্ছে না অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, যেভাবে কারাগারে তাকে ট্রিট করা হচ্ছে , রায়ের কপি দিতে ছলছাতুরি করে বিলম্ব করা হচ্ছে, যেন একটা দিনও তাকে বেশি কারাগারে রাখা যায়, এর জবাব তারা পাবে। এই প্রতিহিংসা বর্তমান সরকারের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে, খালেদার জনপ্রিয়তা বাড়িয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন