বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কারাবন্দী হওয়ার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনি ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
সোমবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, কর্ম দিবস পাঁচ দিনের মধ্যে বিচারের রায়ের কপি দেবার কথা সেটা এখন পর্যন্ত দেয়া হয়নি। মির্জা ফখরুল আরও বলেন, আজকে তাকে একটি নির্জন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। যা কোনো মতেই এই স্বাধীন দেশের আইনের মধ্যে পড়ে না। সরকার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণের মধ্য দিয়ে দেশনেত্রীকে অন্যায়ভাবে সাজা দেবার পরে তারা এখন আইনের ন্যুনতম যে সুযোগ-সুবিধা আছে, যে বিধান আছে সেগুলো পর্যন্ত তারা পালন করছে না।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ