দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা এবং পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
এ সময় তিনি বলেন, আজকের কালো পতাকা প্রদর্শনী কর্মসূচি থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩০ জনেরও বেশি নেতাকর্মী পুলিশি হামলায় আহত হয়েছেন। পুলিশের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।
এ সময় বিএনপির দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান