রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এর আগে, রবিবার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আলালের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, পল্টনের ভিক্টোরিয়া হোটেলের সামনে ২৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবি আদায়ের জন্য আসামিরা রাস্তা অবরোধ করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা করে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/আরাফাত/মাহবুব