সরকারি দলের সদস্য আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক সংসদকে জানান, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৩৪১ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে সেনাবাহিনীর পাঁচ হাজার ৪৯৭ জন, নৌবাহিনীর ৩৪১ জন, বিমান বাহিনীর ৫০৩ জন সদস্য রয়েছেন।
সংসদের শীতকালীন অধিবেশনে আজকের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নজরুল ইসলাম বাবুর (নারায়নগঞ্জ-২) লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে স্মরণীয় করে রাখতে সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অফিশিয়াল ভাষার মর্যাদা দিয়েছে।
জরিপে ভুল হলে ফায়সালা আদালতে
সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সিগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জরিপ অধিদপ্তর কর্তৃক কোন এলাকায় জরিপ শেষ হওয়ার পর চূড়ান্ত রেকর্ড প্রকাশ হয়। উক্ত রেকর্ডে কোন ভুল থাকলে সেই ভুল-ত্রুটি সংশোধনের ক্ষমতা বিজ্ঞ দেওয়ানী আদালতের এখতিয়ারভুক্ত। যেকোন প্রকাশিত ভুল রের্কডের বিরুদ্ধে সংশ্লিষ্ট জনসাধারণ দেওয়ানী আদালতে মামলা করতে পারবেন।
আবাদ যোগ্য কৃষি জমি প্রায় ৫৩ শতাংশ
সরকারি দলের সদস্য সুবিদ আলী ভূঁইয়ার (কুমিল্লা-১) প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশে আবাদযোগ্য কৃষি জমি প্রায় ৭৯ দশমিক ৪৬ লাখ হেক্টর। আবাদযোগ্য কৃষি জমির মধ্যে চাষযোগ্য প্রায় ৫৩ শতাংশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার