বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারে লিপ্ত রয়েছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনো ফেসবুক আইডি খুলিনি।’
রবিবার বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। সুতরাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
মির্জা ফখরুল তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের প্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর