বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিছিলে বোমা হামলা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন নতুন এদিন ধার্য করেন।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্যতম আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জন।
মামলায় এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। পরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মিছিল নিয়ে কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করে বলে অভিযোগ আনা হয়।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব