বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতুতে বিনিয়োগে সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।
আজ বুধবার রাজধানীতে সংস্থাটির কান্ট্রি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তাকিহিকো নাকাও বলেন, বৃহৎ প্রকল্পে বিনিয়োগে প্রস্তুত এডিবি। দ্বিতীয় পদ্মা সেতুতে বিনিয়োগে সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তারা বিবেচনা করবেন।
সংস্থাটি দেশের রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল দেখতে চায় বলেও জানান এডিবি প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব