খালেদা জিয়ার সাজায় বিএনপির অনেক নেতা খুশি মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মওদুদ আহমেদের বক্তব্যে বোঝা যায়- খালেদা জিয়াকে জেলে রেখেই আগামী নির্বাচন জিততে চায় তারা। কারণ তিনি (মওদুদ আহমেদ) বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে নাকি প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট বেড়ে যায়। খালেদা জিয়ার সাজা হওয়ায় বিএনপির অনেক নেতাকে খুশি মনে হচ্ছে।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া রাজনৈতিক কারণে শাস্তিপ্রাপ্ত নয়। তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত আসামি।
হাছান মাহমুদ আরো বলেন, রিজভীর বক্তৃতা শুনে মনে হচ্ছে তিনি মওদুদ থেকেও বড় ব্যারিস্টার। তিনি এখন আইনের মতামতও দিচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার