দ্রুত সেবা নেওয়ার নামে ঘুষ বা স্পিড মানি সহ্য করা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত ‘দেশে ব্যবসা বান্ধব পরিবেশ ও বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, সরকারি সকল সেবা নির্ধারিত টাইম-ফ্রেমে দিতে হবে। নির্ধারিত সময়ে সেবা দিতে না পারলে দায়ী কর্মকর্তাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে।
সরকারি কার্যক্রমে পদ্ধতিগত উন্নয়ন ছাড়া সরকারি পরিষেবার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা যদি সচিবালয় নির্দেশিকা মানেন তাহলেই অনেক ঘুষ বা স্পিড মানির প্রবণতা কমে আসবে।
এসময় এফিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ, ডিসিসিআইয়ের পরিচালক সেলিম আখতার খান, এফসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ ও মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম