৩৫ কার্যদিবস শেষে আজ বুধবার শেষ হলো দশম জাতীয় সংসদের ১৯তম ও শীতকালীন অধিবেশন ।
চলতি বছরের ৭ জানুয়ারি বছরের প্রথম এই অধিবেশন শুরু হয়। রেওয়াজ অনুযায়ী অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তব্য রাখেন। পুরো অধিবেশন জুড়ে তাঁর ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।
এই অধিবেশনে ১৫টি বিল পাস হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়েছে ৬৪ ঘণ্টা ৯ মিনিট। এতে সরকার ও বিরোধী দলের ২৩৩ জন এমপি অংশ নিয়েছেন।
বুধবার অধিবেশন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন শেষ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।
এসময় স্পিকার জানান, অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২০৪টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১৮টি গৃহীত ও ১১টি নোটিশ আলোচিত হয়। একই সঙ্গে একাত্তরের ‘ক’ বিধিতে ৩৭টি নোটিশ নিয়েও আলোচনা হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য ২১৩টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ৮৮টি প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেয়ার জন্য ৩ হাজার ২৫৮টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ২ হাজার ২৫৮টি প্রশ্নের।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান