প্রতিবেদন দেখেই ডিআইজি মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেউ অপরাধী প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে গঠিত তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো পৌঁছেনি। প্রতিবেদন পৌঁছানোর পর তা দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজ রাজধানীর পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
সম্প্রতি এক তরুণীকে জোর করে তুলে নিয়ে বিয়ে ও নির্যাতনের অভিযোগে ওঠে পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে। অভিযোগ ওঠার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভুক্তভোগী ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। ঘটনার পরপরই ডিআইজি মিজানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দিয়েছে। কমিটির জমা দেয়া ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সেখানে উল্লেখিত সুপারিশগুলো পর্যালোচনার পরই ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার