কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা আমাদের নেত্রীর মুক্তির দাবি নিয়ে সারাদেশের জনগণের কাছে যাবো। জনগণের কাছে এই বার্তা তুলে ধরবো যে নেত্রী কোনো দুর্নীতি করেননি।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নয়াপল্টন প্রধান কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর আগে তিনি এসব কথা বলেন।
একই সঙ্গে চলমান শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই মুখপাত্র।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৮/মাহবুব