পুলিশের মহা-পরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কেউ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কি কি চ্যালেঞ্জ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের জন্য প্রতিদিনই চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে মোকাবেলা করা হবে।
নির্বাচন কমিশন ভবনে আজ ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন